জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে নির্মাণাধীন ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ নামকরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবরে সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিবের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’। (১৫ সেপ্টেম্বর) বুধবার রাতে অনুষ্ঠিত সংগঠনের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘স্টিয়ারিং কমিটি’র বিশেষ বর্ধিত সভার প্রস্তাবে এ প্রতিক্রিয়া জানানো হয়। সভায় এমপি হাবিবুর রহমান হাবিব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।
সভায় জেলা প্রশাসনের সুপারিশ অনুসারে সরকারের প্রশাসনিক পূণর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর বিগত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধি সংক্রান্ত গেজেট ইতোমধ্যে প্রকাশিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলা হয়, ‘কিন্তু কার্যত এ সীমানা বর্ধিতকরণে জনপ্রত্যাশা পূরণ হয়নি।’ প্রস্তাবে কাঙ্খিত রাজস্ব আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করতে দক্ষিণ সুরমার ১০টি ইউনিয়নকে নগরায়ন এবং এলাকাবাসীকে যথাযথ নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে বর্ধিতকরণ প্রক্রিয়া পুনঃবিবেচনার দাবি জানানো হয়। প্রস্তাবে সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সরকারের উর্ধতন মহলের দৃষ্টি আকর্ষণ এবং দাবি আদায়ের জন্য শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট-এর অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত গৃহিত হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আব্দুস শহীদ মাস্টার, চঞ্চল মাহমুদ ফুলর, আলহাজ্ব মোঃ ফরিদুর রহমান, শেখ মোঃ লায়েক মিয়া, মোঃ ছয়েফ খান, সাহাদ উদ্দিন দুলাল, নুরুল ইসলাম সুমন, শাহ মোঃ এখলাছ মিয়া, অরিন্দম দাস হাবলু, এ্যাডভোকেট মুহাম্মদ তাজউদ্দিন, সেলিম আহমদ শেমিম, মোঃ বুরহান উদ্দিন, আব্দুল গফফার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা