প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২১, ২:০৩ পূর্বাহ্ণ
চাঁদাবাজীর অভিযোগে আজ থেকে সুনামগঞ্জ-ঢাকা সড়কে বাস ধর্মঘট
সুনামগঞ্জ প্রতিনিধি :::
সুনামগঞ্জ-ঢাকা সিলেট সড়কের সিলেটের বাইপাস এলাকায় আন্তঃজেলা বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে আজ রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সুনামগঞ্জ-ঢাকা সড়কে বাস ধর্মঘট ডেকেছে সুনামগঞ্জ জেলা সড়ক পরবিহন শ্রমিক ইউনিয়ন।
আন্ত:জেলা বাস ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ- ঢাকা সড়কের দুরপাল্লার বাস আসা-যাওয়ার পথে সিলেট-বাইপাস সড়ক এলাকার তেমুখি স্থানে সিলেট পরিরহন সমিতির নামে বাসে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। বার বার এ নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি অভিযোগ দেয়ার পর শ্রমিকদের মারপিটের ঘটনাও করছে চাঁদাবাজরা। ফলে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অনিদিষ্টকালের জন্য আগামীকাল সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সুনামগঞ্জ বাস মালিক সমিতির নেতা জুয়েল মিয়া বলেন, 'সিলেটের বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে চাঁদাবাজদের বেআইনি দৌড়াত্ম বন্ধ না হওয়ায় স্থানীয় সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের নেতারা বাস ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা
সম্পাদকীয় যােগাযোগ- রশীদিস্তান, আম্বরখানা সিলেট , বার্তা ও বাণিজ্যিক যোগাযােগ ওয়েস্টওয়ার্ল্ড শপিং সিটি, ৬ষ্ঠ তলা, জিন্দাবাজার, সিলেট Email-jugabheri@gmail.com