যুগভেরী ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা উপজেলা জুড়ে হঠাৎ ডাকাত আতঙ্ক দেখা দেয়। রোববার মধ্যরাতে একদল ডাকাত এলাকায় ঢুকে পড়েছে জানাজানি হলে জনমনে এই আতংক দেখা দেয়।
জানা যায়, পার্শ্ববর্তী উপজেলা বিয়ানীবাজারে পুলিশ নোহা গাড়ি ভর্তি ডাকাতদের একটি দলকে তাড়া করলে তারা গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুরের দিকে প্রবেশ করে। এ খবর বুধবারীবাজার ইউনিয়নের চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকার মসজিদে মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক থাকতে বলা হয়। খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানা পুলিশও ওই এলাকায় ডাকাত দলকে ধরতে অভিযানে নামে।
এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে পুরো উপজেলা জুড়ে আতংক সৃষ্টি হয়। উপজেলার কোন কোন ডাকাতদের ঢুকেছে খবর পেয়ে এলাকার মানুষ জড়ো হয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন।
এদিকে গোলাপগঞ্জ উপজেলায় ডাকাত ঢুকেছে এ খবর নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
তিনি বলেন, আতংকিত হওয়ার কোন কারণ নেই। পুলিশ উপজেলায় টহল জোরদার করেছে। ডাকাতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা