নিজস্ব সংবাদদাতা, ছাতক
সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা শিশুসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী।
রোববার (১০ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আরিফুল ইসলাম (৭) উপজেলা নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র এবং নিহত নাজিমুল হক (২২) উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র।
আহত সুফিয়া বেগম, মিনারা বেগম ও কমলা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন।
তিনি জানান, ছাতক থেকে গোবিন্দগঞ্জমুখী যাত্রীবাহী সিএনজি সড়কের ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে, এতে এখন পর্যন্ত দুইজন মারা গেছেন। সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন। ফলে ওই সড়কে প্রায় ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা