যুগভেরী রিপোর্ট :
অবশেষে প্রকৃত অভিভাবকের সন্ধান পেল মাদ্রাসা ছাত্র। ২৬ অক্টোবর রাত ২টায় দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরের সামনে রাস্তার উপর অভিভাবকহীন অবস্থায় ঘুরাঘুরি করছিলো মাদ্রাসা ছাত্র। কখনো সে তার নাম ফাহাদ, আবার কখনো মেহেদী হাসান বলতে থাকে। এ ছাড়া তার পিতার নাম জসিম ও মায়ের নাম বেগম বলে জানায়। তাকে পেয়ে স্থানীয় লোকজন দক্ষিণ সুরমা থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সংবাদটি দৈনিক যুগভেরীর অনলাইনসহ স্যোসাল মিডিয়ায় প্রচার হলে তা দেখে গতকাল মঙ্গলবার থানায় আসেন ভিকটিমের চাচা মোঃ মিজানুর রহমান (৪৮), তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার নোয়াগাঁও গ্রামের মোঃ আব্দুল খালেকের পুত্র। পরবর্তীতে ভিকটিম’কে তার চাচার কাছে সমজিয়ে দেন দক্ষিণ সুরমা থানা পুলিশ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা