নিজস্ব সংবাদদাতা, দোয়ারাবাজার
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকা সহ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির টহল দল রবিবার (১৪ নভেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া মাঠ নামক স্থান থেকে ভারতীয় ৯৯ হাজার ৮ শত ভারতীয় রুপি ও বাংলাদেশী নগদ ৬৭হাজার ৫শত টাকাসহ এক জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত আসামী হলেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মোঃ মোঃ আনোয়ার হোসেন উরুফে নতুন আনোয়ার(২৬)
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত আসামী আনোয়ার হোসেনকে সোমবার আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা