যুগভেরী ডেস্ক
যুক্তরাজ্যে কর্মরত প্রবাসী সাংবাদিকদের সাথে গোলাপগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম এর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী ও সদস্য ফারহান মাসউদ আফছর এর যৌথ পরিচালনায় সভায় প্রবাসী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বি,অন টিভি ইউকের পরিচালক মোহাম্মদ আবু হায়দার চৌধুরী, চ্যানেল এস ও যমুনা টিভির যুক্তরাজ্য প্রতিনিধি এবং যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলা কাগজ এর নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার, আইঅন টিভি বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, বিঅনটিভির পরিচালক সুফিয়া আলম ও বাংলা কাগজের স্টাফ রিপোর্টার আহমেদ কাবির।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক সলমান আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয় সম্পাদক শিক্ষক কাজল কান্তি দাস, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম ছফু, উপজেলা আওয়ামী সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছয়েফ আহমদ চৌধুরী। সভায় সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার মানুষের অংশ গ্রহণে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, প্রবাসীরা বিদেশে থেকেও বাংলা ভাষা ও বাংলা পত্রিক নিয়ে কাজ করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করছেন। প্রবাসে সাংবাদিকতা ও বাংলা গণমাধ্যম এখন অনেক বিসৃত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলো তাদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে প্রবাসীসহ বিদেশীদের মধ্যে। এতে প্রবাসে দেশের উন্নত ভাবমূর্তি তুলে ধরতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
মতবিনিময় সভায় যুক্তরাজ্যে কর্মরত প্রবাসী সাংবাদিকরা বলেন, সংবাদপত্র জগতের সবাই একই পরিবারে সদস্য। দেশে বা বিদেশে কর্মরত সাংবাদিকদের সবারই একই কাজ, শুধু পরিবেশটা ভিন্ন। তাই যেখানেই গণমাধ্যমের লোকদের সাথে দেখা হয়, আপনজন বলেই মনে হয়। দুই দেশের সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয়ে উপকৃত হতে পারি। গণমাধ্যমের উন্নয়নে সবাই এক সাথে কাজ করার অঙ্গিকার করেন তারা।
তারা গোলাপগঞ্জ প্রেসক্লাব অনেক দূর এগিয়ে যাবে উল্লেখ করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সুনামের সাথে মানবতার কল্যাণ এখানের সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, দফতর সম্পাদক জহিরুল ইসলাম, বিওনটিভির সিলেট প্রতিনিধি তারেক আহমদ জয় , আব্দুল কাইয়ুম, চিত্রগ্রাহক বেলাল আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী দফতর সম্পাদক আবুল কাশেম লিপু, সদস্য ইসফাক আহমদ মুন্না, সাংবাদিক মেহেদী হাছান, মনজুর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক মাওলানা মাহমুদুল হক। এসময় অনুষ্ঠানে শুরুতে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা