নিজস্ব সংবাদদাতা, রাজনগর
মৌলভীবাজারের রাজনগরে আব্দুল মালেক (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও কমিউনিটি ক্লিনিকের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক উপজেলার উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থানকারী সিলেটের ফেঞ্চুগঞ্জের অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু মিয়ার কিছু ভূ-সম্পত্তি রয়েছে রাজনগর উপজেলার নিজগাঁও গ্রামে। এ সব জমিজমা দেখভাল করতেন নিহত আব্দুল মালেক। কিন্তু এ বিষয়টি ভালো ভাবে নেননি মন্টুর মামা ও রাজনগরের নিজগাঁও গ্রামের বাসিন্দা কলা মিয়া।
নিহতের পরিবারের অভিযোগ, এ ঘটনার জের ধরে বুধবার রাতে বাড়িতে যাওয়ার সময় কলা মিয়ার লোকজন ধারালো অস্ত্র দিয়ে আব্দুল মালেককে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মালেকের মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ বিশিষ্ট শয্যা হাসপাতালে পাঠায়।
রাজনগর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা