বানিয়াচং,প্রতিনিধিঃ বানিয়াচংয়ে কৃষি প্রণোদনার বীজ ও ভর্তুকির কম্বাইন হারভেষ্টার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে বীজ ও মেশিন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ'র সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামূল হক।
অনুষ্ঠানে ৬ হাজার জন কৃষককে সরকারিভাবে কৃষি প্রনোদনার আওতায় ২কেজি করে উন্নত মানের বীজ প্রদান করা হয়।
পরবর্তীতে ২ টি কম্বাইন হারভেষ্টার মেশিন ২জন কৃষককে হস্তান্তর করা হয়।
কম্বাইন হারভেষ্টার মেশিনের চাবি কৃষকের নিকট হস্তান্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামূল হক ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ নূরুল ইসলাম,আক্তার আলহাদী,সাজ্জাদুর শাহ সুমন,হৃদয় খান,এসকে রাজ প্রমূখ।।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা