• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

এবার ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২১
এবার ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’

যুগভেরী ডেস্ক
মহামারি করোনাকালে মাস্ক ব্যবহারের পর এবার করোনার টিকা গ্রহণও বাধ্যতামূলক করা হচ্ছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ‘এখনও অনেকেই টিকা নেননি। অনেকের টিকা নিতে আগ্রহ কম। এ কারণে সভায় ‘নো ভ্যাকসিন-নো সার্ভিস’ নিয়ম চালুরও সিদ্ধান্ত হয়েছে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগে আমাদের স্লোগান ছিল ‘নো মাস্ক-নো সার্ভিস’, এখন থেকে আমরা বলতে যাচ্ছি ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’। আজকে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। আমরা বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে তা বাস্তবায়নের নির্দেশনা দেব।’
ওমিক্রন ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি গণজমায়েত না করতে অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, দেশে করোনার প্রকোপ কমে যাওয়ায় যে ঢিলেঢালা ভাব চলে এসেছে তা নিয়ন্ত্রণে কঠোর হতে হবে।
সোমবার পর্যন্ত দেশে এক-তৃতীয়াংশ মানুষ কোভিড টিকার অন্তত এক ডোজ নিয়েছেন। ৬ কোটি ২৩ লাখ ৬ হাজার ১৮ জন কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর মধ্যে ৩ কোটি ৬৬ লাখ ৮২ হাজার ৭৬৬ জন দ্বিতীয় ডোজও নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন