যুগভেরী ডেস্ক
সিলেট জেলা যুবদেলর ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
রোববার (৫ ডিসেম্বর) কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশক্রমে এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক পত্রে এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে এই দায়িত্ব দেওয়া হয়।
পত্রে আরো বলা হয়েছে, সিলেট জেলা আহ্বায়কের অনুপস্থিত থাকার কারণে আপনাকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব অর্পন করা হয়েছে। এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা