নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ
হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাসুরের আড়াই মাসের এক শিশুকে হত্যার অভিযোগ ওঠেছে তার চাচী শাহেনা বেগমের (৩০) বিরুদ্ধে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার আমীরখানী মহল্লায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই মহল্লার ফরহাদ মিয়ার পুত্র হোসাইন।
এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শাহেনা বেগম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে পারিবারিক কলহের জেরে শাসরুদ্ধ করে হত্যা করা হয় হোসাইনকে। এ ঘটনায় শিশুটির পিতা ফরহাদ হোসেন ওইদিন রাতে তার বড় ভাইয়ের স্ত্রী শাহেনা বেগমকে অভিযুক্ত করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন।
মঙ্গলবার রাত ১ টা ১০ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশ পলাশ রঞ্জন দে'র দিক নির্দেশনায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস ও এসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কুন্ডুরপাড় এলাকা থেকে অভিযুক্ত শাহেনা বেগমকে গ্রেপ্তার করা হয়।
পরে শাহেনাকে অদালতে প্রেরণ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা