যুগভেরী ডেস্ক
ভারতের তামিল নাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রথম সেনা সর্বাধিনায়ক তথা চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়ত মারা গেছেন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তিনি মারা যান।
স্থানীয় সময় বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে কুন্নুরের জঙ্গলে বিধ্বস্ত হয় ভারতীয় সামরিক বাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারেই ছিলেন বিপিন রাওয়াত। হেলিকপ্টারে বিপিন রাওয়াত ছাড়াও তার স্ত্রী, তার প্রতিরক্ষা সহযোগী, নিরাপত্তা কমান্ডো ও বিমানবাহিনীর সদস্যসহ মোট ১৩ জন ছিলেন। খবর এনডিটিভির
বিমানবাহিনীর সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, এ ঘটনায় বিপিন রাওয়াতসহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বিপিনের স্ত্রী মধুলিকাও আহত হন।
এছাড়া ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।
ভিডিওতে দেখা যায়, পাহাড়ি এলাকায় হেল্পিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে উপড়ে যাওয়া গাছ, ধোঁয়া এবং আগুনের মধ্যেই উদ্ধারকারীরা কাজ চালাচ্ছেন। আর পুলিশ সদস্য ও স্থানীয়রা মরদেহ সরিয়ে নিচ্ছেন।
র আগে কোয়েম্বাটুরের সুলুর সামরিক বেস থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এটি নিলগিরির ওয়েলিংটন ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজে যাচ্ছিল বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
বিপিনের দিল্লির বাসভবনে গিয়ে তার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তার কিছুক্ষণের মধ্যেই রাওয়তের সরকারি বাসভবনে ঢুকতে দেখা যায় সেনাপ্রধানকে। তার বাড়ির নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে।
অকুস্থলের দিকে রওনা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। যাচ্ছেন বিমানবাহিনী প্রধান ভি আর চৌধুরীও।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা