যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের বানিয়াচংয়ে দুর্যোগ সহনীয় ঘরের পিলার ভেঙে শিরাপ জান বিবি নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে।
নিহত বৃদ্ধা শিরাপ জান বিবি (৮৯) উপজেলার মাদারিটুলা মহল্লার মৃত নেয়াম উল্লাহ স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিরাপ জান বিবি ঘরের বারান্দার একটি পিলারের সাথে হেলান দিয়ে চেয়ারে বসা ছিলেন। ওই সময় হঠাৎ করেই পিলারটি ভেঙে তার মাথায় আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর জানান, দুর্যোগ ব্যবস্থাপনার একটি ঘরে প্রায় ৩ বছর ধরে ছেলেকে নিয়ে শিরাপ জান বিবি বসবাস করে আসছিলেন। শনিবার একটি পিলার ভেঙে মাথায় আঘাত প্রাপ্ত হলে তার মৃত্যু হয়। এ বিষয়ে তার ছেলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য একটি আবেদন করেছেন।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, ৩ বছর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের একটি ঘরে বসবাস করতেন তিনি। শনিবার পিলার ভেঙে তার মৃত্যু হয়েছে। ওই পিলারে কোন রড ছিল না। এটি একটি দুর্ঘটনা।
তিনি বলেন, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনের টাকা দেয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা