মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রেসক্লাবের সভাপতি, মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের নেতৃত্বে ক্লাব নেতৃবৃন্দ বঙ্গবীরের কবরে ফুলেল এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। সিলেট নগরের দরগাহ গোরস্থানে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, সদস্য দিপু সিদ্দিকী, মামুন হাসান, শাহজাহান সেলিম বুলবুল, শেখ মো. লুৎফুর রহমান, পল্লব ভট্টাচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা