শংকর দত্ত, ছাতক প্রতিনিধি : ছাতকে সংসদ সদস্য মানিক এমপির সমঝোতায় পুরাতন বিরোধের নিস্পত্তি হয়েছে। ৭ মার্চ, ছাতক শহরের পৌর এলাকার তাতিকোনায় এই বিরোধের নিস্পত্তি হয়েছে। এতে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার সাবেক মেয়র মজনু মিয়া ও বর্তমান প্যানেল মেয়র ৭নং ওয়ার্ড কাউন্সিলর তাপস চৌধুরী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল হক ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ছালিক মিয়া। বিশ্বস্থ সূত্রে জানা যায়, জুন ২০ ইং সনে ছাতক পৌরসভার অত্যন্ত স্বনামধন্য এবং প্রভাবশালী গ্রাম তাতিকোনায় নির্বাচনী প্রচার নিয়ে মজনু মিয়া ও শাহ অালমের মধ্য অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকদন্ডতা ঘটে । তারই সূত্র ধরে দীর্ঘ দুবছর যাবৎ উভয় পক্ষের মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হয়। উক্ত বিষয় নিয়ে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক উভয়পক্ষকে সমঝোতার জন্য দিক-নির্দেশনা দেন। এবং তাহার রাজনৈতিক সহকর্মী অ্যাডভোকেট রুমান আজাদ এবং অ্যাডভোকেট সায়াদুর রহমানের ছায়াদ এর মধ্যস্থতায় প্যানেল মেয়র তাপস চৌধুরী, শফিউল হক, ছালিক মিয়া ও সাবেক কাউন্সিলর নওসাদ মিয়া, অাপ্তাব মিয়া ও দিলোয়ার মিয়ার উপস্থিতিতে এলাকার গণ্যমান্য মুরব্বিদেরকে নিয়ে বিরোধের নিষ্পত্তি হয়েছে। এই বিরোধের নিষ্পতিতে উভয় পক্ষ অানন্দিত হয়েছেন বলে জানা গেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা