কানাইঘাট প্রতিনিধি :
ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল গতকাল রবিবার সকাল ১১টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাওলানা নাসির উদ্দিনের পরিচালনায় বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলে বয়ান পেশ করেন কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা সামছুদ্দিন দূর্লভপুরী, কানাইঘাট পুলিশ সার্কেল জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা জিয়াউল হক। বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক হোসেইন আহমদ, সিনিয়র শিক্ষক আব্দুস শাকুর সহ সহকারী শিক্ষকবৃন্দ। উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, দারুল উলূম মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়জুল করিম, বদরুল ইসলাম আল ফারুক। বার্ষিক মিলাদ মাহফিলে বক্তব্য প্রদান কালে স্কুলের প্রধান শিক্ষক মখলিছুর রহমান ও মাওলানা সামছুদ্দিন দূর্লভপুরী বলেন আল্লাহ রাব্বুল আলআমিন এই পৃথিবীকে একটি শিক্ষাগার হিসাবে পাঠিয়েছেন যাতে করে আমরা সবাই শিক্ষা অর্জন করে তার সন্তুষ্টি লাভ সহ মানুষের কল্যান সাধন করতে পারি। তারা শিক্ষার্থীদেরকে ধর্মীয় অনুশাসন মেনে আগামী দিনের আলোকিত মানুষ হিসাবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে দেশ ও জাতির কল্যানে ভূমিকা রাখার আহ্বান জানান। বার্ষিক মিলাদ মাহফিলে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা