নবগঠিত সিলেট সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডবাসীসহ সবাইকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ওই ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও সিলেট দক্ষিণ সুরমা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মো: রুহুল করিম রাজন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি । ঈদ উল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।
তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। সবার ঈদ হোক আনন্দময়। ঈদ মোবারক । প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা