যুগভেরী ডেস্ক ::: স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট সুনামগঞ্জ বিধস্ত। সিলেটের বিশ্বনাথ ও সুনামগঞ্জে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশিষ্ট সমাজ সেবক,দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর আলী তারজানের পক্ষ থেকে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নে বন্যায় কবলিত অসহায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতিরণ করা হয়েছে।এআগে তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় বন্যায় কবলিত অসহায় ৮০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন। ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি দেশে এসে পূর্ণবাসন করারও আস্তত করেন। প্রবাস থেকে সব সময় বন্যা কবলতি মানুয়ষর খুজ খবর নিচ্ছেন এবং তিনি প্রয়োজন হলে আরও ত্রাণসামগ্রী বিতরণ করবেন বলে আশ্বস্ত করেছেন বানভাসি মানুষদের। জাহাঙ্গীর আলীর এমন মানবিক কার্যক্রমে বানভাসি মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন।অনেকেই স্বাচ্ছন্দ্যে ত্রাণের ব্যাগ হাতে নিয়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা