সিলেট জেলা পরিষদ নির্বাচনে টেবিল ঘড়ি প্রতিক পেলেন শামীমা আক্তার ঝিনু। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কনফারেন্স হলরুমে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। শামীমা আক্তার ঝিনু বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগের সংরক্ষিত ২নং আসনের ২নং ওয়ার্ডের মহিলা সদস্য পদে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতীক পেয়ে শামীমা আক্তার ঝিনু বলেন, একজন নির্বাচিত প্রার্থী হিসেবে নয়, আপনাদের সেবক হিসেবে বিগত দিন কাজ করেছি। আগামীতেও আপনাদের সেবা করার লক্ষ্যে প্রার্থী হয়েছি। আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। আমি আশাবাদী অতীতের সকল কার্যক্রমকে মূল্যায়ন করে আপনারা আমাকে সহযোগিতা, দোয়া এবং ভোট দিয়ে বিজয়ী করবেন। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা