দৈনিক একাত্তরের কথা পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদ সদস্য নজরুল ইসলাম বাবুল, সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন, সদস্য সাঈদ চৌধুরী টিপু ও কার্যনির্বাহী পরিষদ সদস্য মিঠু দাস জয়-এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়েরের প্রতিবাদে এবং অবিলম্বে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
সিলেট জেলা প্রেসক্লাব-এর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হবে।
এতে জেলা প্রেসক্লাবের সকল সদস্য, সহযোগী সদস্যদের উপস্থিতি কামনা করেছেন কার্যনির্বাহী পরিষদ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা