বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা বেলাল আহমদ খুনের ঘটনায় বিয়ানীবাজার থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে মামলা হয়েছে। নিহত বেলালের ভাই হেলাল আহমদ বাদী হয়ে এই মামলা করেন।
এই মামলায় প্রবাসে থাকা তাপাদার জাহেদ আহমদকেও আসামী করা হয়েছে। জাহেদ বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামের তাপাদার মো. আব্দুল লতিফ এর ছেলে। তাকে মামলার চার নম্বর আসামী করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
বিয়ানীবাজার থানার ওসি, অবনি শংকর জানান, বেলালের ভাই হেলাল বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ আসামি ধরার চেষ্টা করছে। মামলা নং ১০।
গত ২২ নভেম্বর ২০২২ ইং বিয়ানীবাজারে আওয়ামী লীগের জামান গ্রুপ ও পল্লব গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পল্লব গ্রুপের বেলাল মারা যান।
এদিকে, তাপাদার জাহেদ আহমদ এর পরিবারের সূত্রে জানা যায়, ২০২১ সাল থেকে জাহেদ দেশের বাহিরে রয়েছেন। চাচার সাথে সমস্যার জেরে তিনি দেশ ত্যাগ করেন বলে জানা যায়।
মামলায় প্রধান আসামী করা হয়েছে ছাত্রলীগ নেতা সাইদুলকে। হুকুমের আসামী করা হয়েছে আওয়ামী লীগ নেতা জামানকে। অন্য আসামিরা হলেন, রিপন, মো. নজরুল ইসলাম সুমন, আবদুল কাইয়ূম, শিপন, তারেক।