গোলাপগঞ্জে সরকারি বিধিনিষেধ অমান্য করে কোচিং সেন্টার খুলা রাখার দায়ে একটি কোচিং সেন্টারকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পৌর শহরের মার্ভেলাস টাওয়ারের অরভিট কোচিং একাডেমিকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নের্তৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিত চৌধুরী। এসময় তাকে সহযোগিতা করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোফাখখারুল ইসলাম সহ একদল পুলিশ।
জানা যায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য গত ৩ নভেম্বর থেকে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার খুলা রেখেছিল পৌর শহরের অরভিট কোচিং একাডেমি । এজন্য এ অভিযান পরিচালনা করে এই কোচিং একাডেমিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সাথে আগামী ১৫ ডিসেম্বরের আগে কোচিং সেন্টার পরিচালনা করতে পারবে না বলে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিত চৌধুরী বলেন, সরকারি বিধিনিষেধ যারাই অমান্য করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা