যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সীমান্তবর্তী ভান্ডুরুয়া এলাকায় রাজেন্দ্রপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মো. তারা মিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ আশরাফুল ইসলাম (২০) নামে ওই যুবককে আটক করে।
সে মাধবপুর উপজেলার শাহানগর গ্রামের মো. শাহ আলমের পুত্র।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা