প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৮:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২২, ৮:৫০ অপরাহ্ণ
নবীগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জঃ
সারা দেশের ন্যায় নবীগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।
১২ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান উদ্দিন ভূইঁয়া, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুবাদুর রহমান, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, আউশকান্দি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং অন্যান্য সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ। এর পাশাপাশি উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক এবং আইসিটি শিক্ষকবৃন্দ, ইউপি সচিব এবং ইউডিসি উদ্যোক্তাবর্গ। সভাপতির বক্তব্যে ইউএনও ইমরান শাহারীয়ার বলেন আজ ডিজিটাল বাংলাদেশের কল্যাণে সারাদেশের শিক্ষার্থী সহ সাধারণ জনগণ ডিজিটাল নাগরিক হয়ে গড়ে উঠছে। তিনি যাতে করে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও স্কুল অফ ফিউচার গুলির যথার্থ ব্যবহার হয় সে দিকে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান ও যাতে করে স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থী ডিজিটাল ল্যাবের সুবিধা ভোগ করতে পারে এবং স্কুলে যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটার ব্যবহারের মাধ্যমে যেন কিছু কিছু হলেও সকল শিক্ষার্থী লিখতে এবং শিখতে পারে সেই বিষয়ে নজর দেওয়ার আহবান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা
সম্পাদকীয় যােগাযোগ- রশীদিস্তান, আম্বরখানা সিলেট , বার্তা ও বাণিজ্যিক যোগাযােগ ওয়েস্টওয়ার্ল্ড শপিং সিটি, ৬ষ্ঠ তলা, জিন্দাবাজার, সিলেট Email-jugabheri@gmail.com