প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৬:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৩, ৬:২৫ অপরাহ্ণ
নবীগঞ্জ উপজেলায় সহস্রাধিক মন্ডপে জ্ঞান ও বিদ্যাদেবী সরস্বতী পুজা অনুষ্ঠিত
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলায় সহস্রাধিক মন্ডপে ২৬ শে জানুয়ারী বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যা,জ্ঞান ও সুরের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হযেছে।উপজেলার ১৩ টি ইউনিয়র পৌরসভার বিভিন্ন গ্রামে ও প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে এ পুজা উদযাপন করা হয়েছে। প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমীতিথিতে বিদ্যা,জ্ঞান ও সুরের আরাধনায় হিন্দু ধর্মাবলম্বীরা ও ছাত্র- ছাত্রীদের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে,বিভিন্ন সার্বজনীন সংঘ,ব্যক্তিগত উদ্যোগে এ পুজার আয়োজন করা হয়ে থাকে। নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর তরুন সংঘের উদ্যোগে এ বছর ১২ তম বর্ষে ব্যাপকভাবে জ্ঞান ও বিদ্যার অধিষ্টাত্রী দেবী সরস্বতী পুজা পালনের আয়োজন করা হয়েছে। সংগঠনের ,সভাপতি লিকসন পাল,সহ সভাপতি দেবপ্রিয় পাল অন্তু,সাধারন সম্পাদক জীবন চৌধুরী,সহ সাধারন সম্পাদক নারায়ন পাল,সাবেক সভাপতি গোপিকা রঞ্জন পাল শ্যামল,সহ অর্থ সম্পাদক পরিমল পাল রুপক,সাংগঠনিক সম্পাদক সৌরভ পাল, সহ সাংগঠনিক সম্পাদক পংকজ পাল,সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিত চৌধুরী স্নরন,সহ সাংস্কৃতিক সম্পাদক অজয় পালের সার্বিক পরিচালনায় এতে পৌরহিত্য করেন পান্না লাল ভট্টাচার্য্য।
এছাড়া গোবিন্দ জিউড় আখড়ায় ঐক্যতান সংঘ,পুস্পাঞ্জলী সংঘ,শান্তিপাড়া রুপালী সংঘ,শিবপাশা দেবী সংঘ,আক্রমপুর লোকনাথ মন্দির পুজা সংঘ,কানাইপুর পুষ্পাঞ্জলি সংঘ,কালীপুর কৃষ্ণকালী মন্দির সংঘ,ধানসিড়ি বিনাপানি সংঘসহ সহস্রাধিক মন্দিরে জাঁকজমকভাবে এ পুজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি শ্রীবাস মালাকারের বাড়ীতে প্রগতি সংঘের উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্টান, নৃত্য আলোচনা অনুষ্ঠিত হয়। পরিমল মালাকারের সার্বিক পরিচালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম,প্রফেসর তফিল মিয়া,আসকির মিয়া। এতে গান পরিবেশন করেন,সুজন মিয়া,রিপন দেব,আকিকুর রহমান,সঞ্জিত কর। পুজানুষ্টানে,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,পুজা উদযাপন পরিষদ, জনপ্রতিনিধিবৃন্দ , বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠনসহ সুশিল সমাজের নের্তৃবৃন্দ মন্ডপ পরিদর্শন করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা
সম্পাদকীয় যােগাযোগ- রশীদিস্তান, আম্বরখানা সিলেট , বার্তা ও বাণিজ্যিক যোগাযােগ ওয়েস্টওয়ার্ল্ড শপিং সিটি, ৬ষ্ঠ তলা, জিন্দাবাজার, সিলেট Email-jugabheri@gmail.com