নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর সাথে আজ বিকেলে তাঁর গুলশানের অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোঃ আবু জাফর রাজু। প্রটোকল অফিসার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। তাকে সময় দেয়ার জন্য রাষ্ট্রপতির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাতে সময় মহামান্য রাষ্ট্রপতি আবু জাফর রাজুর পরিবার-পরিজন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা