• ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সোনিয়া হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, এলাকায় উত্তেজনা

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৩
সোনিয়া হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, এলাকায় উত্তেজনা

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর খুলিয়াটুলায় অভিনয় শিল্পী ও সংস্কৃতিকর্মী সোনিয়া হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি দুপুরে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত সোনিয়া ভাই পারভেজ আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় মহিলা কাউন্সিলর ও অত্র এলাকার বাসিন্দা শাহানা বেগম শানু। এসময় তিনি বলেন ঘটনায় আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল শুধু সজিব নামে একজন ছাড়া আর কোনো আসামীরা গ্রেফতার হয়নি। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এদের কারণে এলাকার শন্তি নষ্ট হয়েছে। তাই এদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। যদি তা না করা হয় তবে আন্দোলন আরও বড়ো হয়ে ছড়িয়ে পড়বে, দাঙ্গা হবে, হামলা হবে। এতে পরিস্থিতি আরও জটিল হবে, তখন আমাদের কিছুই করার থাকবে না। ইতিমধ্যে আমরা খুনিদের ছবি দিয়ে পোস্টার বিভিন্ন এলাকায় লাগিয়েছি। তাই তাদের চিনতে কোনো অসুবিধা হওয়ার কথা না। পুলিশ চাইলে তাদের ধরতে পারে। আমার আর অপেক্ষা করবো না, এলাকার মানুষ নিয়ে আমরা প্রতিটি ঘরে ঘরে অভিযান চালাবো। খুনিদের খুঁজে বের করবো। শানুর এই বক্তব্যের পরই এলকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানবন্ধন থেকেই উত্তেজিত জনতা আসামীদের বাড়িঘরে হামলা করে ভেঙে দেওয়ার কথা বলেন। তবে দূরে পুলিশ থাকায় এবং পাশেই এসএমপির লামাবাজার পুলিশ ফাঁড়ি থাকায় তারা সেই কাজ করতে পারেনি। তবে যেকোনো সময় তা বড়ো ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। মানবন্ধনে বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করে। তারা খুনিদের ফাঁসি চাই, খুনিদের ধরিয়ে দিন বলে চিৎকার করতে থাকে। মানববন্ধন শেষে উত্তেজিত জনতা এলাকার মধ্যে মিছিল করে।
এরআগে গত ১২ ফেব্রুয়ারি নগরীর শেখঘাট এলাকার খুলিয়াটুলায় নীলিমা-১৪ নং বাসা থেকে সোনিয়ায় গেলাকাটা লাশ উদ্ধার করে। এরপর নিহতের ভাই পারভেজ আহমদ বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪ জনকে অভিযুক্ত করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন-সজিব আহমদ, আব্দুর রহমান, আব্দুল আজিজ, সালাউদ্দিন আহমদ, সালমান আহমদ, রাজু আহমদ, ফরহাদ আহমদ, মোঃ আফসার হোসেন সারওয়ার ও আব্দুল মালেক। মামলার আগ থেকেই তারা পলাতক বলে পুলিশ জানিয়েছে। এরমধ্যে সজিব আহমদ গ্রেফতার হয়েছে।
মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরুব্বি মিজান আজিজ সুইট, ওলিউর রহমান, হাফিজ উদ্দিন, কুতুব উদ্দিন খান, সাহেদ খান, ইরন মিয়া, কাদির খান, সওদাগর মিয়া, রফিক মিয়া, কবির খান, জসিম আহমদসহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন