যুগভেরী ডেস্ক ::: সিলেটের জকিগঞ্জে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারমারিতে সুহেল আহমদ (১৬) নামের এক কিশোর মৃত্যুর ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ খলাছড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে জকিগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া গ্রামে ইউসুফ আলীর ছেলে আব্দুল মালিক (৫৭), আব্দুল খালিক (৫৫) ও আব্দুল মালিকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ মার্চ) সিলেটের জকিগঞ্জে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারমারিতে আহত সুহেল আহমদ (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সুহেল আহমদ (১৬) জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া গ্রামের লুকু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাললা দায়ের করা হলে উপজেলার দক্ষিণ খলাছড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা