• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কদমতলীর হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে  ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ১, ২০২৩
কদমতলীর হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে  ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

যুগভেরী ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমা থেকে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরস্থ গ্রীণ লাইন বাস কাউন্টার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হুমায়ুন রশিদ চত্তরস্থ গ্রীণ লাইন বাস কাউন্টার সংলগ্ন একটি রাস্তা থেকে ওই চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

তারা ওই সময় ছিনতাইয়ের চেষ্টা করছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট নগরীর শাহপরাণ থানার টিকরপাড়া গ্রামের বাসিন্দা আজিজুর রহমান (৪৫), খাদিমপাড়া গ্রামের মোঃ ইদ্রিছ আলী (৩৫), শিবগঞ্জ সোনারপাড়া এলাকার বাসিন্দা সায়মন (২২) ও পীরেরবাজার বলাকা আবাসিক এলাকার ফারহান আহমদ (২৪)। তাদের কাছ থেকে দুটি চাকু উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার (৩১ মার্চ) আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন