যুগভেরী ডেস্ক ::: কুলাউড়া উপজেলার একটি ডাকাতি মামলায় আদালতে ১০ বছরের সাজা হয় হিরালাল মালাকারের (৫৪)। এই সাজা থেকে বাঁচতে হিরালাল পালিয়ে ছিলেন প্রায় ১৩ বছর। তবে শেষ রক্ষা হয়নি। তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হচ্ছে। সিলেটের কানাইঘাট থেকে আজ রোববার (২ এপ্রিল) বিকেলের দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিয়ানীবাজার থানা পুলিশ কানাইঘাট থানার মানিকগঞ্জ ইউনিয়নের উজানিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
হিরালাল সিলেটে বিয়ানীবাজার উপজেলার নারায়নপুর লাউতা গ্রামের মৃত বিরেন্দ্র মালাকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত হিরালালসহ তার ১০ জন সঙ্গী মিলে কুলাউড়া থানা এলাকার হিংগাজিয়া গ্রামের একটি বাড়িতে ডাকাতি করে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর হিরালাল মালাকার আদালতে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। এই মামলার বিচারে শেষে আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
সিলেট জেলা পুলিশ জানায়, জেলার অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া খুন, ধর্ষণ ও চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা