প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সিলেটে দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮এপ্রিল) দুপুরে নগরীর ৫ নং ওয়ার্ডের কালাশাহ মাজার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৪০০ মানুষের মধ্যে খাদ্যসামগ্রীর বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. রমা বিজয় সরকার, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমেদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, অবসরপ্রাপ্ত কৃষিবিদ আবু নাসের, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজা, সারী নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদী, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জাহানারা খানম মিলন সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল আইয়ের সিলেট জেলা প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাদিকুর রহমান সাকী। প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা