• ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহিলা কাউন্সিলর ছামিরুন নেছা

Daily Jugabheri
প্রকাশিত জুন ২৮, ২০২৩
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহিলা কাউন্সিলর ছামিরুন নেছা

পবিত্র ঈদুল আজহার উপলক্ষে দেশে অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাম্মদ ছামিরুন নেছা।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগের মহিমা, খুশি ও আনন্দের অমিয় ধারা। পবিত্র ঈদ সমাজের সব ভেদাভেদ ও সীমানা মুছে দিয়ে মানুষে মানুষে মহামিলন ঘটায়। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় দুঃস্থদের পাশে দাঁড়াতে হবে।

উৎসবের মাহেন্দ্রক্ষণে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সকল বাসিন্দা ও সিলেটসহ দেশ বিদেশের সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক এবং সকলের দোয়া কামনা করেন মহিলা কাউন্সিলর মোছাম্মদ ছামিরুন নেছা ।

মহিলা কাউন্সিলর মোছাম্মদ ছামিরুন নেছা আরো বলেন, আমি তিনটি ওয়ার্ডের সকল ভোটারদের আমানত পবিত্র ভোটে নির্বাচিত হয়েছি ।

আমি আপনাদের আমানত রক্ষা করার পাশাপাশি ওয়ার্ডের সকল ধরণের উন্নয়নে আপনাদের সহযোগিতা চাই । আমি চাই তিনটি ওয়ার্ডকে সবার মতামতের উপর ভিত্তি করে আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে ।

নির্বাচন চলাকালীন সময়ে আমাকে আপনারা যে সাহায্যে ও সহযোগিতা করেছেন, তার জন্য আমি চির কৃতজ্ঞ। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন