• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দিরাই উপজেলায় পিতাকে কুপিয়ে জখম, মেয়ে অপহরণ করে ধর্ষণের পর হত্যা

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ৯, ২০২৩
দিরাই উপজেলায় পিতাকে কুপিয়ে জখম, মেয়ে অপহরণ করে ধর্ষণের পর হত্যা

দিরাই প্রতিনিধি ::
সুনামগঞ্জের দিরাই থানাধীন হোসেন পুর বাজারে দোকান দখল নিয়ে পিতার উপর হামলা ও মেয়েকে অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত ৫ আগস্ট ২০২৩ ইং তারিখে দিরাই উপজেলার হোসেন পুর বাজার সংলগ্ন রাস্তায় এ ঘটনাটি ঘটে। ধর্ষণ ও নির্যাতনের শিকার সুমি রাণী চন্দ মৃত দেহ গতকাল ৮ আগস্ট সকালে দিরাই সুনামগঞ্জ রাস্তার কুতুব পুর ব্রিজ এর পাশে পাওয়া যায়।
স্থানীয় সূত্র জানায়, দিরাই উপজেলার সারংপাশা গ্রামের দিলীপ চন্দের স্থানীয় হোসেন পুর বাজারে “সুমি ক্লথ স্টোর” নামে একটি কাপড়ের দোকান আছে। দিলীপ চন্দ সংখ্যালঘু হওয়ার কারণে তার দোকানটি দখলে নিতে চায় একই গ্রামের শফিক মিয়ার ছেলে কবির মিয়া। এ বিষয়ে দিলীপ চন্দ রাজি না হওয়ায় তাকে প্রাণে হত্যার হুমকি দেয় কবির মিয়া। এ নিয়ে বাজার কমিটি কাছে নালিশ দিলে বাজার কমিটি কবির মিয়াকে শাসায়। এই আক্রোশের জের ধরে গত ৫ আগস্ট ২০২৩ ইং রাতে দিলীপ চন্দ দোকান বন্ধ করে উনার মেয়ে সুমি রানী চন্দ কে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে কবির মিয়ার নেতৃত্বে সুমন আহমদ, আজিজ আহমদ, লাভলু মিয়া চেয়ারম্যান’সহ অজ্ঞাতনামা ৪/৫ জন মিলে হামলা চালালে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় দিলীপ চন্দকে রাস্তার পাশে ফেলে রেখে সুমি রাণী চন্দকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। স্থানীয়রা দিলিপ চন্দকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও রবি কিরণ সিংহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে সুমি রানী চন্দ নামের মেয়েটিকে গ্যাং র‌্যাপ করার পর পাশবিক নির্যাতন কারে হত্যা করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে যোগাযোগ করলে তিনি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মর দেহ উদার করে মৃতদেহের সুরৎহাল রিপোর্ট তৈরি জন্যে সিলেট এম, এ, জি, উসমানী মেডিকেলে পাটানো হয়। এবং এ বিষয়ে খোজ খবর নেয়া হচ্ছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন