যুগভেরী ডেস্ক ::: ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেলেন সিলেট জেলা পুলিশ ও তাদের পরিবারের প্রায় ৫শ’ সদস্য।
শনিবার (২৬ আগস্ট) দিনব্যাপী সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাসেবা দেন ভারতের দিল্লি থেকে আসা গাইনি, অর্থোপেডিক্স ও কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসকরা।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে এই চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালিত হয়।
সিলেট জেলা পুলিশ সূত্র জানায়, চিকিৎসা ক্যাম্পে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে আসেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন। স্বাস্থ্য ক্যাম্পে ১৭৭ জন গাইনী, ২০০ জন অর্থোপেডিক্স ও ৯৬ জন কার্ডিওলজি বিষয়ে চিকিৎসা সেবা নেন।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, পুলিশ সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় এধারা আগামীতেও অব্যাহত থাকবে।