‘‘তাহসিন আহমেদ টিপু এই কদমতলীর সন্তান, জীবনের তাগিদে মানুষ প্রবাসে গমন করে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে অচেনা শহরে কর্মের সন্ধানে মানুষ ছুঠে চলে। পরিবারের মুখে একটু হাসি আর স্বচ্ছল হওয়ার আশায় অনেকেই জীবন বাজী রেখে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে ইউরোপে যায়।
সবার একটি আশা সুন্দর আর অভাব অনটন মুক্ত একটি সাজানো সুন্দর সংসার গড়া। সেই ধারাবাহিকতায় ‘‘তাহসিন আহমেদ টিপু আগামী ২ সেপ্টেম্বর গমন করছে রোমানিয়ায়। তার এ যাত্রা শুভ হোক, মহান সৃষ্টিকর্তা তাকে যেনো সুস্থ শরীরে সেখানে পৌছান’’
বৃহস্পতিবার রাত ৮ টায় তাহসিন আহমেদ টিপুর প্রবাস যাত্রা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের পরপর ৩ বারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন উপরোক্ত কথাগুলো বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিপুর বড় ভাই সংগঠক ও সমাজসেবী বাবলু হোসেন হৃদয়, রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা দুলাল হোসেন, স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমন হোসেন, ফরহাদ রহমান, মেহেদী হাসান সাজাই, মাহিদুল ইসলাম মোহন, বদরুল ইসলাম, সুজন আহমদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা