যুগভেরী ডেস্ক ::: সিলেটের কানাইঘাটে চাঞ্চল্যকর কামিল আহমদ হত্যা মামলায় তোতা মিয়া (৬০) নামে এক আসামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তোতা এই হত্যাকান্ডের মাস্টরমাইন্ড বলে দাবি পুলিশের।
গ্রেপ্তার তোতা মিয়া কানাইঘাটের নিজ বানিগ্রাম এলাকার মজিদ আলীর ছেলে। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে তাকে গ্রেপ্তার করে কানাইঘাট থানা পুলিশ।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, চাচা আলা উদ্দিন আলাইয়ের (৫৫) এর সাথে নিহত কামিলের জমি নিয়ে বিরোধ ছিলো। তোতা মিয়ার পরিকল্পনায় আলা উদ্দিন, নিজাম, শরীফ, শাহিন, ছয়ফুল আলম, হারুন রশিদ প্রমুখ মিলে কামিল আহমদের জমিজমা দখলের পায়তারা করে। প্রায় ৩ মাস পূর্বে ছয়ফুল আলম সৌদিআরব থেকে দেশে এসে কামিলের সাথে পূর্বের বিরোধ নিষ্পত্তি করে তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলে। এরপর পূর্ব পরিকল্পনা মোতাবেক গত ২১ আগস্ট রাত ১০টার দিকে কামিল আহমদ গাছবাড়ী বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিজ বানীগ্রাম এলাকার সমছুর উদ্দিনের বাড়ির সামনে পৌঁছামাত্র ফাঁদ পেতে থাকা আসামিরা দা, রড, সুলফি, চাকু দিয়ে কামিল আহমদকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে গুরুতর আহত করে।
পরবর্তীতেতাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে কামিল আহমদ মারা যান।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তোতা মিয়া এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা