যুগভেরী ডেস্ক ::: সিলেটের জকিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আবুল হোসেন লিচু (৪২) নামের এক চা-দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেলে কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই গ্রামের সৈয়ব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আবুল হোসেনের সঙ্গে তার পাশের বাড়ি বসবাসরত চাচাতো বোনের ছেলে জাকারিয়া আহমদের (২২) জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের সূত্রে সম্প্রতি শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বিকেলে জাকারিয়া আহমদ, ময়না মিয়ার ছেলে জোবেল আহমদ (২৫) ও মামন আহমদ (২১) আবুল হোসেনের বাড়িতে রড, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ চালায়। পরে তাঁকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা আবুল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের ধরতে অভিযান শুরু চলছে। প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা