ডিজি-ইকো পাইলট প্রোগ্রাম্যাটিক পার্টনারশিপ(পিপিপি)’র আওতাধীন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ও সিলেট সিটি কর্পোরেশনের সমন্নয়ে ২৬ নং ওয়ার্ডে স্কুল পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও সাড়া প্রদান বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১)ও ২৬ নং ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন। সার্বিক সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ( ফিল্ড ইপিপিআর অফিসার, পিপিপি প্রজেক্ট) মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ওয়ার্ড লেভেল কোঅর্ডিনেশন কমিটির ওয়ার্ড কমিউনিটি ভলেন্ডিয়ার টিম লিডার মাহিদুল ইসলাম মোহন।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিরা চৌধুরী, তরুন সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আকতার রশীদ চৌধুরী, মির্জা দুলাল আহমদসহ স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ।
ক্যাপেইনে বক্তব্য প্রদান কালে রোটারিয়ান তৌফিক বকস্ লিপন বলেন, সারাদেশে ব্যাপক হারে ডেঙ্গু জরের প্রকোপ বেড়েছে। ডেঙ্গু মশা থেকে এ রোগের সৃষ্টি। আমাদের সকলকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে দিনের বেলা ঘুমালে মশারী টাঙ্গাতে হবে, পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। চারপাশে ময়লা আবর্জনা পরিস্কার করতে হবে। কোথাও পরিস্কার স্থির পানি জমাট বাধাঁ থাকলে তা ফেলে দিতে হবে। শরীরে হালকা রংয়ের কাপড় পরিধান করতে হবে। এসব কিছু মেনে চললে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা