ছাতক প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে ছাতক উপজেলার বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে ছাতক থানা পুলিশ। গতকাল ১৫ ডিসেম্বর এ অভিযান চালানো হয় বলে জানা গেছে। তবে পুলিশ অভিযানের নামে তল্লাশি, তছনছ ও নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের দিকে প্রায় ১ ঘন্টা যাবত বিএনপি নেত্রী ও ছাতক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম ন্যান্সির বাড়িতে অভিযান চালায় পুলিশ। ঘরের সব মালামাল তছনছ করাসহ পরিবারের সদস্যদের মারধর ও নির্যাতন করেছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
এদিকে, দুপুরে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক নেতা নাসির হোসাইন অপুর বাড়িতে অভিযান চালায় পুলিশ। তার বাড়ী ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের খুরমা গ্রামে। তার পিতার নাম আবুল হুসাইন। আবুল হুসাইন অভিযোগ করেন, পুলিশ সারা ঘরজুড়ে তল্লাশির নামে তছনছ করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এতে তিনি প্রতিবাদ করলে তাকে টেনে হেচড়ে ঘর থেকে বের করে নিয়ে আসে। তুলে নিয়ে কোর্টে চালান দেয়ার হুমকি দেয় তারা।
বিকেলে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র স্বেচ্ছাসেবক দল নেতা মো: মাহফুজুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। মো: মাহফুজুর রহমানের স্ত্রী রুহু আক্তার নিলা অভিযোগ করেন মো: মাহফুজুর রহমানকে না পেয়ে ঘরে তছনছ চালায় পুলিশ। অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদেরকে।
সন্ধ্যায় গনিপুর গ্রামের কাজী আনসার মিয়ার পুত্র ছাত্রদল নেতা কাজী মোজাম্মেল হুসাইনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাকেও বাড়িতে পাওয়া যায়নি। তবে পুলিশ ঘরজুড়ে তল্লাশি, মারধর ও তছনছ করেছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
এদিকে, নির্যাতিত পরিবারের পক্ষ থেকে অভিযোগগুলো অস্বীকার করেছেন ছাতক থানার ওসি মো. মাহবুবুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে তারা প্রস্তুত রয়েছে। তাই মামলায় অভিযুক্ত আসামীদের আটক করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ছাতক উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালায় পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। তাদেরকে আটক করতে সম্ভাব্য সব জায়গায় অভিযান চলমান থাকবে।