অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কদমতলী স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির কার্যালয় পরিদশন করেছেন সিলেট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড.একে এম আব্দুল মোমেন(এমপি)। রবিবার বিকেলে তিনি সমিতির কার্যালয় পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এখন নির্বাচন কালীন সময়, আগামী ৭ জানুয়ারী নির্বাচনের পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কদমতলী স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির কার্যালয় সংস্কার কিংবা নতুন করে ভবন নির্মাণ করা হবে, সভায় উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আপনারা ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পচন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনি ভোট কেন্দ্র সবাইকে ভোটাধিকার প্রয়োগের জন্য আহবান জানান। কদমতলী এলাকার বাসিন্দা রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা দুলাল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্যে রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর ও প্যনেল মেয়র তৌফিক বকস্ লিপন, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম শাহেদ, ২৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন, হযরত দরিয়াশাহ মাজার পরিচালনা কমিটির সভাপতি সাবেক কাস্টমস কর্মকর্তা মো. লুলু মিয়া, মুরব্বী কবির আলী, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলামসহ এলাকার তিন শতাধিক বিভিন্ন পেশাজীবি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা