প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৪, ১০:০৪ অপরাহ্ণ
সুনামগঞ্জ-৩: টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী আ.লীগের এম এ মান্নান

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। দুই উপজেলার ১৪৫টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৯ শত ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী শাহিনূর পাশা চৌধুরী সোনালি আশ(পাট) প্রতীকে পেয়েছেন মাত্র ৪ হাজার ৮শত ৪৮ ভোট। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান শাহিনুর পাশাকে ১ লাখ ২২ হাজার ১শত ৫০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। রোববার(৭ জানুয়ারি) রাত ৮ টায় বিভিন্ন কেন্দ্রের এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী এই ফলাফল পাওয়া যায়৷ এছাড়াও নির্বাচনে মন্ত্রীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন জাতীয় পার্টির প্রার্থী তৌফিক আলী মিনার ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী তালুকদার মো: মকবুল হোসেন৷
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা
সম্পাদকীয় যােগাযোগ- রশীদিস্তান, আম্বরখানা সিলেট , বার্তা ও বাণিজ্যিক যোগাযােগ ওয়েস্টওয়ার্ল্ড শপিং সিটি, ৬ষ্ঠ তলা, জিন্দাবাজার, সিলেট Email-jugabheri@gmail.com