যুগভেরী ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের হামলার আহত ছাত্রলীগ নেতা আবুল হোসেন (২৫) মারা গেছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় তিনি মারা যান। তার লাশ ওসমানীর মর্গে রাখা হয়েছে। আবুল হোসেন নগরীর মোমিনখলা এলাকার আউয়াল মিয়ার ছেলে। জানা গেছে, গত ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার বাইপাস এলাকায় ছাত্রলীগের একটি পক্ষের হামলায় অপর পক্ষের আবুল হোসেনসহ মোট ৬জন আহত হন। আহত অপর ৫জন হলেন জাবের আহমদ, সাজু, রাজু, আবিদ ও আহমদ শাহেদ। এদের মধ্যে আবুল হাসান, জাবের ও সাহেদ আহমদের অবস্থা ছিলো গুরুতর। জানা যায়, সেদিন আগের একটি ঘটনা সমাধানের লক্ষ্যে আবুল হাসান, জাবের আহমদসহ অন্যদেরকে বাইপাস এলাকার একটি দোকানে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু দ্বারদা জিহাদ তামি ও তার ছোট ভাই জামির নেতৃত্বে ২৫/৩০ জনের একটি গ্রুপ তাদের উপর হামলা চালায়। দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। হামলার ঘটনায় জড়িতরা মহানগর ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা যায়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি মামলাও দায়ের করা হয়। আবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আহমদ কয়েস।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা