জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে সাবেক এক ছাত্রশিবির নেতার বাড়ীতে একদল দুর্বৃত্ত কর্তৃক হামলার অভিযোগ উঠছে। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে জকিগঞ্জ উপজেলার কসনকপুর ইউনিয়নের চিনির চক গ্রামের সামছুল হক লস্করের পুত্র যুক্তরাজ্য প্রবাসী সাবেক মদন মোহন কলেজ ছাত্রশিবির নেতা আবুল কালাম আজাদ লস্করের বাড়ীতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় তার বাড়ীতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে বলেও অভিযোগ উঠছে। এই ঘটনার জন্য আওয়ামী সন্ত্রাসীদের দায়ী করছেন স্থানীয়রা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলার চিনির চক গ্রামের সামছুল হক লস্করের পুত্র সাবেক মদন মোহন কলেজ ছাত্রশিবির নেতা আবুল কালাম আজাদ লস্কর কয়েক বছর থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত শেখ হাসিনা সরকারের নানা সমালোচনা করছেন। এর জের ধরে গত ১৬ মে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় আবুল কালাম আজাদকেও আসামী করা হয়। তৎকালিন আদালত মামলাটি আমলে নিয়ে দ্রুত রিপোর্ট দাখিল করার জন্য পুলিশকে নির্দেশ দেন।
এদিকে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে তিনি ছাত্র-জনতার পক্ষে সবসময় সক্রিয় ছিলেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা তার পরিবারকে নানাভাবে হুমকী-ধামকি দিয়ে আসছিল। গত ৫ আগস্ট জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী সন্ত্রাসীরা আত্মগোপনে থাকলেও বিরোধী নেতাকর্মীদের বাসা-বাড়ীতে চোরাগুপ্তা হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে সাবেক ছাত্রশিবির নেতা আবুল কালাম আজাদ লস্করের বাড়ীতে হামলা চালানো হয়েছে। ঐ সময় তার বাড়ীতে কেউ না থাকায় সন্ত্রাসীরা ইচ্ছামতো ভাংচুর ও লুটপাট চালিয়ে নগদ টাকা-স্বর্ণালঙ্কারসহ নানা মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসির নাম্বারে যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় জকিগঞ্জ থানা পুলিশও থানা কম্পাউন্ড ছেড়ে পালিয়ে যায়। ফলে এখনো পুলিশ কাজে যোগদান করেনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা