জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রবাসী ছাত্রশিবির নেতার বাড়িতে স্থানীয় বৈষম্যবিরোধী নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর নোয়াপাড়া গ্রামে মোঃ সুবির আহমদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠাকে ইঙ্গিত করিয়া ফেইস বুক পেইজে বিভিন্ন লেখা-লেখি ও কমেন্টের জের ধরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সাবেক ছাত্র শিবিরের সদস্য মোঃ সুবির আহমদের বাড়িতে গতকাল বিকেলে স্থানীয় বৈষম্যবিরোধী নেতা জুনেদ, সেবুল ও আশরাফের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। প্রথমে তারা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন মোঃ সুবির আহমদের পিতা মোঃ আব্দুছ ছালাম ঘর থেকে বেরিয়ে আসলে তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জোরপূর্বক ঘরে ঢুকে মোঃ সুবির আহমদকে খুঁজতে থাকে। তখন তারা মোঃ সুবির আহমদকে না পেয়ে ঘরে ব্যাপক ভাংচুর করে। মোঃ সুবির আহমদ বাড়িতে নেই জানালে তারা ক্ষিপ্ত হয়ে মোঃ আব্দুছ ছালামকে মারধর করে। তখন তিনি চিৎকার করলে এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাহারা পালিয়ে যায়। তবে যাবার সময় হুমকি ধামকি দিয়ে যায়, মোঃ সুবির আহমদকে তাদের হাতে তুলে দিতে হবে। মোঃ সুবির আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্ঠার বিরুদ্ধে মানহানীকর পোষ্ট ও কমেন্ট করে সমাজে ও রাষ্ট্রে বিদ্বেষ ছড়াইতেছে। মোঃ সুবির আহমদকে যেখানে পাবে তাকে হত্যা করবে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা এ বিষয়ে কিছুই জানেন না। কেউ অভিযোগও নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা