সিলেটের গোয়াইনঘাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পেশাগত কাজে বাঁধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে গোয়াইনঘাট থানা ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি সাংবাদিক তানজিল হোসেন (২৬)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ) দুপুর সাড়ে ১২ ঘটিকায় গোয়াইনঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে সংবাদ সংগ্রহকালে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামের ফয়সলের পুত্র আজমল হোসেনের (২২) সাথে এই ঘটনা ঘটে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তিনি একজন সংবাদকর্মী এবং বিবাদী আজমল হোসেন পাশ্ববর্তী ইউনিয়নের বাসিন্দা। গত ২৩ সেপ্টেম্বর রাতে স্থানীয় পত্রিকা মাসিক গোয়াইনঘাট দর্পণ পত্রিকার ফেইসবুক পেইজে 'গোয়াইনঘাটে প্রশাসনের অভিযানে জরিমানাকৃত বালুবাহী নৌযান থেকে চাঁদাবাজি' শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিবাদী আজমল ক্ষিপ্ত হয়ে তার ব্যবহৃত মুঠোফোনে অহেতুক অকথ্য ভাষায় গালি-গালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুর অনুমান সাড়ে ১২ ঘটিকার দিকে সংবাদকর্মী তানজিল হোসেন পেশাগত কাজে গোয়াইনঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে যাওয়া মাত্র বিবাদী আজমল হোসেন অকথ্য ভাষায় গালি-গালাজ করে পথরুদ্ধ করে রাখে। পরিবেশ পরিস্থিতি খারাপ দেখে সংবাদকর্মী তানজিল হোসেন কলেজ ক্যাম্পাস ত্যাগ করার চেষ্টা করলে বিবাদী আজমল হোসেন উত্তপ্ত হয়ে আক্রমণ করে। এ সময় কলেজ ক্যাম্পাসে থাকা অপরাপর শিক্ষার্থীরা আজমলের এহেন কর্মকাণ্ড দেখে তানজিল হোসেনকে রক্ষা করতে এগিয়ে আসলে আজমল হোসেন ঘটনাস্থল ত্যাগ করে। পরে এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা সমবেত হয়ে সংবাদকর্মী তানজিল হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে গোয়াইনঘাট থানায় উপস্থিত হয়ে আজমল হোসেনকে বিবাদী করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাযের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাসিক গোয়াইনঘাট দর্পণ পত্রিকার সম্পাদক ও জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি তানজিল হোসেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ শাহ মো. হারুন অর-রশিদ প্রতিবেদককে জানান, সংবাদকর্মী তানজিল হোসেনের উপর পূর্ব শত্রুতার জের ধরে গোয়াইনঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে অতর্কিত হামলার ঘটনায় তানজিল হোসেন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একজন গণমাধ্যম কর্মীর উপর অতর্কিত হামলার ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা