• ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট সীমান্তে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১, ২০২৪
সিলেট সীমান্তে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর, সংগ্রাম বিওপিসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।   শুক্রবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান

সিলেট ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবির টহল দল ভারতীয় শাড়ি ৭৯৮টি, কাশ্মীরি শাল ১২১টি, থ্রি পিস ৮১টি, কসমেটিক সামগ্রী ৪৫৬টি, মখমল সোফার কভার ২৫৪.৪০ মিটার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা দুটিসহ অন্য ভারতীয় পণ্য আটক করে। যার মূল্য প্রায় ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা।

 

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, চোরাচালানের জব্দ মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন