• ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

জমি নিয়ে সং ঘ র্ষ, প্রাণ গেল যুবকের

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪
জমি নিয়ে সং ঘ র্ষ, প্রাণ গেল যুবকের

জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে সৈয়দ মিছরাব খাঁন নামে একজন নিহত হয়েছেন।

নিহত মিছরাব উপজেলার সোনাটিকি গ্রামের সৈয়দ রহমত খাঁনের ছেলে।

শুক্রবার বিকেলে জেলার রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় সোনাটিকি গ্রামের মৃত সৈয়দ তজমুল মিয়ার ছেলে সৈয়দ আব্দুল হাকিম বায়েছ ও তার ভাইদের সাথে রহমত খাঁনের ছেলে সৈয়দ মিছরাব খাঁনের ভাইদের জমি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গুষ্টির (পক্ষের) মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এসময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই সৈয়দ রহমত খাঁনের ছেলে সৈয়দ মিছরাব খাঁনের মৃত্যু হয়। এসময় উভয়পক্ষের আরও ৭/৮জন আহত হয়।

সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

নিহত সৈয়দ মিছরাব খানের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন