সিলেটের বিশ্বনাথ উপজেলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
এছাড়াও একই দিনে পুলিশ উপজেলার লামাকাজি এলাকা থেকে গাজাসহ আব্দুল্লাহ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ৩ নেতা হলেন- উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পৌর শহরের বিদায়সুলপানী গ্রামের রিয়াজ আলীর ছেলে সিরাজুল ইসলাম সিরাজ (৫০), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও পৌর শহরের সরিষপুর গ্রামের জয়দু মিয়ার ছেলে রফিক মিয়া (৪০) এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসম্পাদক ও পৌর শহরের জানাইয়া (মশুলা) গ্রামের আবুল কালামের ছেলে শামীম আহমদ (৩২)।
জানা গেছে, শেখ হাসিনা পতনের আগের দিন (৪ আগস্ট) বিশ্বনাথ পৌরশহরে স্থানীয় ব্যবসায়ী ও জামায়াত নেতা আমজাদ আলীর উপর হামলা এবং তার মোটরসাইকেল পোড়ানোসহ মার্কেটে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। গ্রেপ্তারকৃতরা এটিসহ একাধিক মামলার আসামি।
গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া। তিনি বলেন- শুক্রবার বিকালে তাদের আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা