নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রশিবির নেতার বাড়ীতে তল্লাশী চালিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নবীগঞ্জ থানার ঘোলডুবা গ্রামের মো: শফিকুর রহমানের পুত্র সাবেক ছাত্রশিবির নেতা মো: কাওছার আহমেদের বাড়ীতে এই তল্লাশী চালানো হয়। তবে এই সময় কাউকে গ্রেফতার করা হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা গ্রামের মো: কাওছার আহমেদ কয়েক বছর থেকে প্রবাসে যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকতে সে ছাত্রশিবিরের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। তখন তার উপর একাধিকবার হামলা-মামলার ঘটনা ঘটেছে। এদিকে প্রবাসে গিয়েও তিনি জামায়াতের রাজনীতির সাথে সক্রিয় হওয়ার পাশাপাশি পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি করায় তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়। এছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়েও আওয়ামী ফ্যাসিস্টদের উস্কানীতে তাকে একটি ষড়যন্ত্রমূলক মামলায় আসামী করা হয়েছে। এসব মামলার কারণে পুলিশ তার বাড়ীতে অভিযানে গিয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বলেন, মোঃ কাওছার আহমেদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া ৫ আগস্ট পরবর্তী সহিংসতার একটি মামলায় তাকে আসামী করা হয়েছে। তাই পুলিশ অভিযানে গিয়েছিল। তবে পুলিশ খবর পেয়েছে সে নাকি প্রবাসে অবস্থান করছে। আমরা আদালতে সেই তথ্য উপস্থাপন করবো।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা